#             বিক্ষুব্ধ সাগর
            অজিত কুমার কর


   সাগর অশান্ত আজ বিপদ আসন্ন
            ধেয়ে আসে ঢেউ,
ভ্রমণপিপাসু যত     কেবল দর্শনে রত
ভীতিপ্রদ রুদ্ররূপ এগোয় না কেউ।


  বাতাসের বাড়ে বেগ বেলা যত বাড়ে
               জনশূন্য তট,
পাড়ের করুণ দশা   প্রকৃতি হানিছে কশা
    কুণ্ডলী পাকানো মেঘ চরম সংকট।


     বাড়িঘর পড়ে ধসে গৃহহীন কত
                জীবন সংশয়,
চাষের ব্যাপক ক্ষতি   অপরিসীম দুর্গতি
      দুর্যোগের ঘনঘটা বিধ্বংসী প্রলয়।


    নিশীথ প্রভাত হল কেটেছে দুর্যোগ
              লন্ডভন্ড চারিদিক,
নিরাশ্রয় মানুষের      অন্তরে বেদনা ঢের
  কতদিনে স্বাভাবিক নেই কোনো ঠিক।