সেই যে গেলে এলে না ফিরে আর
একেবারে নিঃস্ব হলাম নাই কিছু হারাবার।
জানি না কী তুমি চাও?
ভোরের প্রতীক্ষায় না থেকে বিহঙ্গ উধাও
আমার কানন হতে, গেল ঢেকে কুজঝটিকা চাদরে
সূর্যের আলোতেও তা গেল না সরে।


অসীম প্রত্যাশার মায়াজালে
কেন কীসের আশায় নিজেরে জড়ালে?
এখনও কি কাটেনি সে ঘোর?
কী করে শিথিল হ’ল মর্ত্যলোকের এই প্রেমডোর!
মরুতে মেলে বারি চারিদিকে শুধু ধু-ধু বালি
সর্বদা বদলায় রূপ প্রলুব্ধ করে হৃদয়ে অনল জ্বালি।


তিলে তিলে গড়ে ওঠা সেতু
এক লহমায় ধূলিসাৎ, ভ্রান্ত ধারণা-হেতু।
এভাবেই ভেঙে যায় কত রঙিন স্বপ্ন
ভাবি বসে নিরালায় সত্যি ওটা কি ছিল এমনই দুঃস্বপ্ন?
শিমুলের ফল থেকে তুলো গেলে উড়ে
বাতাসের টানে তা ছড়ায় দিগন্তজুড়ে।


এ বিলাপ পশিবে না কানে
মিলাবে মহাশূন্যে জানি জাগতিক টানে।
সূক্ষ্ম সুতোয় বাঁধা ছিল দুটি মন
কেউ কি ভেবেছি আগে ঘটবে এমন?
কাটা ঘুড়ি পাক খেয়ে জড়িয়েছে ডালে
আসে না কখনো ফিরে আকাশে তাকালে।