@               বিলুপ্ত সত্তা
              অজিত কুমার কর


আপন সত্তা হারিয়ে ফেলে যখন ঢোকে দলে
সত্যি যা তা বলতে বাধা আটক ইঁদুর-কলে।
              বেজেই চলে ঘন্টা গলায়
             কেবল দলের পান্ডা সহায়
   স্বাধীনতা খর্ব যখন লোটার ধান্দা চলে।


হাঁসের দলে থেকে থেকে বক হয়েছে হাঁস
ভেসে আসে বকের কানে ঠাট্টা উপহাস।
            হাঁসের মতো ভাসে জলে
            গুগলি খেয়ে জীবন চলে
স্বরও এখন হাঁসের মতো ওদের ঘরে বাস।