বিনম্র শ্রদ্ধা
অজিত কুমার কর


অআকখ লিখেছি প্রথম
মা বলেছি জন্মানোর পর,
কাঁদার মাধ্যমে, 'স্তন্য দাও'
আনন্দমুখর ছিল ঘর।


শিরায় শিরায় বাংলাভাষা
বেশি সড়গড় ওতে তাই,
লেখনী সচল সারাদিন
কল্পলোকে তখন হারাই।


আন্তর্জাতিক স্বীকৃতি পেল
শহিদের আত্ম বলিদানে,
ফেব্রুয়ারির একুশ এলে
বিষাদের সুর আসে কানে।


রফিক জব্বার শফিউর
বরকত সালাম মাটিতে,
সেনাদের গুলিতে নিহত
মাতৃভাষাকে মর্যাদা দিতে।


সেই শুরু এল একাত্তর
মুক্তিযুদ্ধে বিজয়ী বাঙালি,
হয়েছে পূরণ যত স্বপ্ন
সবুজের বুকে লাল খালি।


বাঙালির জয় প্রত্যাশিত
শুধু সময়ের টিক টিক,
ওদের সেলাম নতশিরে
আলোকিত হলো চারিদিক।


© অজিত কুমার কর