বিনিদ্র রাত
অজিত কুমার কর


নীল আকাশে বিহগ ভাসে
কুলায় ফেরে সাঁঝে,
রবির আলো রং ছড়ালো
রঙিন হলো গা যে।


শোনায় গীতি কী সম্প্রীতি
ফুল কাননে অলি,
রাঙা ফাগুন মনে আগুন
তোর বিরহে জ্বলি।


তুই না এলে সুখ কি মেলে
একেলা রই ঘরে,
ঝরছে পাতা লেখার খাতা
শুধু ব্যথায় ভরে।


দিঘির বুকে মরাল সুখে
মরালী তাঁর পাশে,
ঝিনুক তলে ডুবছে জলে
গুগলি মুখে ভাসে।


ছিলই লেখা পেলাম দেখা
সূর্য গেল পাটে,
আলোক ক্ষীণ মন রঙিন
হরষে রাত কাটে।


© অজিত কুমার কর