বিপথগামী
অজিত কুমার কর


না-মানাতেই সিদ্ধহস্ত
নিয়ম ভাঙছে রোজ,
কারণ গিলে ফুর্তি দেদার
কে রাখে কার খোঁজ!


বিষাদগ্রস্ত যুবসমাজ
সামনে আঁধার তার,
কীসের স্বপ্ন কে দেখাবে
রুদ্ধ এখন দ্বার!


অর্থ দিয়ে মুখে লাগাম
গদিতে যেই দল,
ক্ষুন্নিবৃত্তি হলেই হলো
বৃদ্ধি পেশী-বল‌।


অধঃপাতে যাচ্ছে সমাজ
ওদিকে নেই চোখ,
মরার পরে লোকদেখানো
প্রকাশ করে শোক।


প্রভাবশালী হলে তবেই
তা না হলে নয়,
পাছে দলের ক্যাডার কমে
ওখানেই তো ভয়।


© অজিত কুমার কর