বিরহ
অজিত কুমার কর


ফুটছে শিমুল হাসছে জারুল
ও বধুয়া তুই কোথায়?
কুঞ্জে কুঞ্জে ভ্রমর গুঞ্জে
ফুলের রেণু মাখছে গায়।


বিকেল এখন সু-সমীরণ
রঙিন আঁচল অন্তহীন,
গয়নাগাটি নীল দোপাটি
ইচ্ছে করে হই বিলীন।


আমি সিরাজ রাজাধিরাজ
তবে লুৎফা হবি তুই,
ফাল্গুন মাস নৌকাবিলাস
গঙ্গাবুকে আমরা দুই।


নয়কো অনেক পাঠাচ্ছি এক
হলুদ পাখি সোনা বউ,
লাজুক অতি দারুণ গতি
মহুল বনে ঝরছে মউ।


অস্ত যাবে রং ছড়াবে
রঙিন হবে আকাশ জল,
আমার ভুবন শূন্য এখন
তুই বিহনে মন বিকল।


© অজিত কুমার কর