**********************************
     গ্রীষ্ম-বর্ষা-শরৎ গেল কাটল সময় কাল গুনে
হেমন্তিকা শীত ফুরোলো আসবে কী সেই ফাল্গুনে।
              একবারও কি হয়নি মনে
             ‘ক’রছে কী ও’ দূর বিজনে’
পথ চেয়ে মাস কাটল বছর তোমার গাওয়া গান শুনে
   তোমায় নিয়ে আকাশকুসুম স্বপ্নরঙিন জাল বুনে।


আশার দোলায় দুলছি ভেসে পিক কেমন সুর তোলে
  শাখে শাখে নতুন পাতা কী আনন্দে চোখ খোলে!
                রঙের মেলা চতুর্দিকে
             আমার চোখে তাও ফিকে
   একাকী শ্যাম নদীর তটে  বিরহতে যায় জ্ব’লে
‘এসো রাধে’ ‘এসো রাধে’ বাঁশিটি তার যায় ব’লে।
***************************************