বাড়ছে পুজোর ধুম
পার্বণের মরশুম
বাজির শব্দে চমকে উঠি
নষ্ট রাতের ঘুম।


হয় না যেন শেষ
চলে পুজোর রেশ
দেয় না ভাসান আঁকড়ে রাখে
চটুল ফুর্তি বেশ।


ডিজের উপদ্রব
ঢব-ঢবা-ঢব-ঢব
খাঁচার পাখি কেন্দে মরে
ওদের মহোৎসব।


বড়ই বিবেকহীন
বাড়ন্ত দিন দিন
বাধা দিলে বিপদ ভারী
বাঁচার আশা ক্ষীণ।