বিরহ যন্ত্রণা


শেষ ফোঁটা নয়, আছে আরো
ঝরবে শরৎজুড়ে
মেঘবলাকা বৃষ্টি নিয়ে
শূন্যে বেড়ায় উড়ে।
বোঝে না সে মনোব্যথা
লুকিয়ে রাখে চপলতা
বৃষ্টি হলে বিরহীমন
ছাই হয়ে যায় পুড়ে।


কখনো বা টাপুর টুপুর
কখন বৃষ্টি ভারী
কদমকেশর পড়ছে ঝরে
কোথায় পথচারী।
ঝাপসা এখন দৃষ্টি চোখের
বর্ষা গেলেও রয়েছে জের
কেউ জানে না কী যন্ত্রণা
হচ্ছে হৃদয়পুরে।
---
#অজিত কুমার কর