বিষাদময় জীবন
অজিত কুমার কর


বিলাসবহুল পাঁচটা গাড়ি
প্রাসাদোপম একটা ঘর,
কিন্তু আমি ভীষণ একা
বছর যেন আট প্রহর।


কোনোদিনই চাইনি এসব
চেয়েছিলাম শুধুই মন,
কিন্ত সেটাই অধরা আজ
উড়ে বেড়ায় আপনজন।


জাগরণেই রাত্রি কাটে
রাত্রিশেষে নতুন ভোর,
আমার আকাশ মেঘাচ্ছন্ন
উপস্থিতি নেই আলোর।


কখন ফিরে, আবার বেরোয়
ঘুণাক্ষরে পাই না টের,
বেশ তো ছিল আগের জীবন
পেতাম আদর বাপ-মায়ের।


কী যে এখন করণীয়
ভেবে ভেবে হই ব্যাকুল,
কে দেখাবে পথের দিশা
এই সাগরের কোথায় কূল?


© অজিত কুমার কর