বিশ্বভুবন মিলনমেলা
অজিত কুমার কর


ফুলের ওপর উড়ছে ভ্রমর প্রজাপতি
পরস্পরের সম্পর্ক, নিবিড় অতি।
ফুলের রেণু জড়ায় পায়ে
সুবাসও তো ছড়ায় বায়ে
এমনি করে ফুলকলি হয় গর্ভবতী।


ওদের সাথে ফুলের নিত্য কানাকানি
গুনগুনিয়ে ভাব বিনিময়, মর্মবাণী।
সৃষ্টিসুখের খুশি এমন
শান্ত করে অশান্ত মন
প্রীতির বাঁধন সুদৃঢ় হয় হর্ষ আনি।


প্রকৃতিতে নিরন্তরই চলছে খেলা
বিশ্বভুবন যেন বিশাল মিলনমেলা।
কীটপতঙ্গ পশুপাখি
কার ওপরে কারে রাখি
থাকনা ওসব, মিলেমিশে কাটাই বেলা।


ঐকতানের মিলনগীতি গাইবো এসো
শান্ত হবে চিত্ত সবার এবং দেশও।
মুছে যাবে সকল বিভেদ
কারও মনে রইবে না খেদ
ভূভারতে বাকবিতণ্ডার হবে শেষও।