কৃষ্ণপক্ষে পৌষের শীতে
অবতীর্ণ মা সারদা
মানবপ্রেমের বার্তা দিতে।


সেদিন ছিল মাসের আট
শিশুর মুখে মধুর হাসি
বঙ্গাব্দ বারশো আট।


শান্ত স্নিগ্ধ নির্জন গ্রাম
বাকুড়া জেলার এক প্রান্তে
জয়রামবাটি পুণ্য ধাম।


পল্লিমাতা নিস্তারিণী
একনিষ্ঠ সেবাকর্ম
মর্ত্যনারী পাপহারিণী


ভুবন হল উদ্ভাসিত
জগতজুড়ে মা’র মহিমা
শতরূপে বিকশিত।


মা’ই রাধা, বিষ্ণুপ্রিয়া
দেবীজ্ঞানে পূজ্য ধরায়
অবতারের ব্যাকুল হিয়া।


জাতের বেড়া ভেঙে খানখান
মা সারদার পর্ণকুটিরে
সারু-আমজাদ দুইই সমান।