*
তোমার প্রিয় আমার প্রিয় সবার প্রিয় রবি
অজস্র গান ভাণ্ডারে তাঁর তিনি বিশ্বকবি।
          প্রাণ জুড়োনো মধুর সুরে
         জোয়ার আসে হৃদয়পুরে
লিখে গেছেন গল্প নাটক এঁকে গেছেন ছবি
তাঁর লেখনীর স্পর্শ পেয়ে প্রস্ফুটিত সবই।


মৃত্যুশোকে হননি কাতর যায়নি কলম থেমে
  এসেছে তাঁর জীবনস্রোতে মুহুর্মুহু নেমে।
            উন্নত শির যেমন গিরি
           তিনিই আরোহণের সিঁড়ি
তাঁর আলোকেই আলোকিত যেমন দীপ্ত রবি
  ক্ষণে ক্ষণে উঠছে ভেসে তাঁরই মুখচ্ছবি।


এই মাটিতেই জন্মেছিলেন জোড়াসাঁকোয় রবি
   বাংলামায়ের নয়নমণি নোবেলজয়ী কবি।


                     ****