সৌভ্রাতৃত্ব বিশ্বপ্রেম লুটায় ভূতলে
নির্মমতা করে গ্রাস প্রীতি শুভবোধ
মুহূর্মুহু গর্জে ওঠে নিতে প্রতিশোধ
সর্বনাশী আত্মশ্লাঘা দেয় পায়ে দ’লে।
বৈরিতা ওড়ায় ধ্বজা ভাসি অশ্রুজলে
মানুষে মানুষে হিংসা হায় রে অবোধ
শত মাতৃক্রোড় শূন্য কে দেবে প্রবোধ
যেন না যায় জীবন হিংসার অনলে।


মুষ্টিমেয় কিছু লোক যেন আশীবিষ
গরলের উৎক্ষেপণে সারে হত্যালীলা
জাগাও ওদের চিত্তে প্রভু বোধ জ্ঞান।
মুছে দাও ধরা হতে বিদ্বেষের বিষ
দেখাও মহিমা তব নহ শুধু শিলা
সহিষ্ণুতা মিত্রভাব আনে জ্ঞান ধ্যান।