কাঁটার বেড়া দাঁড়িয়ে আছে
সীমান্তকে ঘিরে
ঢুকছে তবু গুপ্তপথে
ধরার বক্ষ চিরে।


করবে যখন তাক
যেমন ঘূর্ণিপাক
ধ্বংসলীলা সাঙ্গ করে
যায় না শুধু ফিরে,
জীবন কাড়ে অতর্কিতে
আঘাত হেনে শিরে।


কোন পথে যে কখন আসে
যায় না পাওয়া টের,
মৃত্যু হবে জানে
হিংসা তবু টানে
হৃদয় জুড়ে জ্বলছে আগুন
শুধুই আক্রোশের।


হিংসা বিভেদ ভুলে
দাওনা দুয়ার খুলে
দুটো দেশই ভরবে তখন
সুগন্ধি সব ফুলে।