ধরিত্রী মা’র বড়ই ব্যথা ক’রবে কে তার দুঃখ মোচন
শ্রেষ্ঠ জীবই শত্রু চরম করছে দেদার বৃক্ষছেদন।
তীব্র রশ্মি আসছে ধেয়ে ওজনস্তরে বিরাট ফুটো
জীবজগতের হচ্ছে ক্ষতি ভালোবাসা মিথ্যা ঝুটো।


বিষাক্ত গ্যাস মারণ বোমা কত দেশের হাতের মুঠোয়
ধ্বংসলীলায় মত্ত তারা ভ্রাতৃত্ববোধ লুটায় ধুলায়।
ধনী দেশের শাসক যারা জাহির করে শক্তি কত
অহমিকায় অন্ধ তারা মায়ের বুকে করছে ক্ষত।


কেন এমন আগ্রাসী ভাব সৃষ্টি কি কেউ করতে পারি
ধরিত্রী মা সহনশীলা করছে না তাই সমন জারি।
নীরব থেকে দেখছে সবই বোধের উদয় হবে কবে
সেই আশাতে গুনছে প্রহর হাত বাড়িয়ে মিলবে যবে।