বহাল তবিয়তে শোষক


জন্ম তোমার সাগরের বুকে আঘাত হেনেছ স্থলে
ভেঙে গেছে গাছ, উড়ে গেছে চাল, ফসল ডুবেছে জলে।
তোমার ঘূর্ণিপাকে
আশ্রয়হীন কত শত লোক বলনা কোথায় থাকে?


ভেঙেছ কেবল কাঁচা ঘরবাড়ি অটুট অট্টালিকা
পারলে না কেন ভাঙতে ওগুলো বিচূর্ণ অহমিকা।
শ্রমিকরা দেয় গড়ে
ওদের কষ্ট কে করে মোচন হারিয়েছে সব ঝড়ে।


কৃষকের মুখে শোকের কালিমা পার তো ফোটাও হাসি
বলতে কি পারো সমুখে ওদের তোমাদের ভালোবাসি।
পার শুধু কেড়ে নিতে
পার না ওদের শূন্য থালায় দু'মুঠো অন্ন দিতে।


বঞ্চনা করে শোষক সমাজ তুমিও ওদের দলে
খেটে খায় যারা দাঁড়াবে কীভাবে, বুলবুল দাও বলে।
মাথাকুটে ওরা মরে
কতনা কষ্টে কাটায় জীবন নীরবে অশ্রু ঝরে।

যেদিন তোমার করাল ছোবলে শোষকের প্রাণ যাবে
লক্ষ লক্ষ শোষিতের তুমি সেদিন বাহবা পাবে।
সেদিন আসবে কবে
গোপনে তোমার অস্ত্র শানাও, বলিয়ান হবে তবে।


#অজিত কুমার কর