প্রাকৃতিক সম্পদের বিপুল ভাণ্ডার
ধরিত্রীর অভ্যন্তরে। কী নেই সেখানে!
মণি-মুক্তা-গ্যাস-তেল। মনুষ্য-সন্ধানে
উন্মোচিত উদ্ভাসিত। এ সম্পদ কার?
ধনী-দীন-উচ্চ-নীচ সম অধিকার
জোটে না ওদের ভাগ্যে,বঞ্চিত কাননে
মালিরাই। দেখে শুধু পাণ্ডুর আননে
পৃথিবীর সব দেশে। এত অবিচার!


মুষ্টিমেয় ক’জনের কুক্ষিগত সব
সমবন্টনের তত্ত্ব পিঞ্জরে আবদ্ধ
অবিরাম অস্থিরতা হায় গণতন্ত্র!
পুস্তকেই শোভা পায় অতুল বৈভব
ফিদেল-সুকান্ত নেই কণ্ঠ অবরুদ্ধ
প্রতিপত্তিশালীদের ঝাড়ফুঁক মন্ত্র।