বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম


সংগ্রাম বিপ্লব ঘটে যুগে যুগে
থলেধরা পা-চাটারা মত্ত হুজুগে।
কোথায় পিছাবে আর পিঠ ঠেকে গেছে
দাঁড়াতেই হবে রুখে সময় এসেছে।


রুশ বিপ্লব ঘটে মার্চের আটে
নারীদের পরিসর শেষ চৌকাঠে।
দিতে হবে অধিকার শ্রমিকেরা পাশে
খবর ছড়িয়ে গেল শ্বাসপ্রশ্বাসে।


বিশ্বের নারী পড়ে সমাজের কোপে
কৌশলী পুরুষেরা রাখে ঘেরাটোপে।
মে দিবস স্বীকৃত দেশে ও বিদেশে
শ্রমিক পেয়েছে আজ মর্যাদা শেষে।


দমন পীড়ন চলে, সাঁড়াশি ত্রিবেণী
শ্রমিকের হাতিয়ার হাতুড়ি ও ছেনি।
বাধার প্রাচীর ভাঙে আঘাতে আঘাতে
অসীম শক্তি আছে কড়াপড়া হাতে।


আইনে রয়েই গেছে ভূরিভূরি  ত্রুটি
গোপনে ফন্দি আঁটে শকুনীর ঘুঁটি।
কৃষক হারাল প্রাণ কনকনে  শীতে
পরিণাম কী যে হবে, কে পারে বলিতে।


@ অজিত কুমার কর