*         বঙ্গবন্ধু মুজিবুর রহমান
               অজিত কুমার কর


     বাংলাদেশের মুক্তিসূর্য মুজিবুর রহমান
অন্তরে তাঁর স্বদেশচেতনা দেশ মা'র প্রতি টান।
               চাই আগে স্বাধীনতা
              নয় কোনো সমঝোতা
    শাসকশ্রেণির দমন-পীড়ন লুন্ঠিত সম্মান
  দেশের জন্য ক'রবো লড়াই, প্রদীপ্ত আহ্বান।


রেখে যেতে হবে দেশের মাটিতে বাঙালির পরিচয়
    যতই আসুক বাধা বিপত্তি জয়ী হব নিশ্চয়।
                    রক্তে ভিজল মাটি
                   দেশপ্রেম কত খাঁটি
  পাশের রাষ্ট্র ভারতবর্ষ জানালো কীসের ভয়
ভারতবাসীর ভালোবাসা পাবে ঘটাতে সূর্যোদয়।


     একাত্তরের মুক্তিযুদ্ধে এলো কাঙ্ক্ষিত ধন
স্বাধীন বাংলাদেশের পতাকা রাঙালো পুব গগন।
                  পরাজিত খানসেনা
                  চুকে গেল লেনাদেনা
     শতসহস্র জননীর আজ জলভরা দু'নয়ন
  পরাধীনতার গ্লানি মুছে গেল তাই প্রফুল্ল মন।


     ভাষার প্রতিও বঙ্গবন্ধু অতিশয় স্নেহশীল
বাঙালির ভাষা বাংলাভাষায় সুখ মেলে অনাবিল।
                   বাংলায় গাই গান
                    অমূল্য অবদান
     জাতির জনক বঙ্গবন্ধু, জানে বিশ্বনিখিল
দেশের মানুষ র'বে চিরকাল এমনি শ্রদ্ধাশীল।