.         বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


তুমি কী কেবল বঙ্গবন্ধু বহ্নিশিখা জ্যোতিষ্মান
প্রজ্বলিত হৃদয়ে হৃদয়ে দীপ্ত তা যে অনির্বাণ।
বজ্রকন্ঠে ঘোষণা তোমার চাই স্বাধীনতা চাই
এগিয়ে এসেছে মুক্তিযোদ্ধা নাই ভয়, ভয় নাই।


পরাক্রমী জনতার স্রোত জেগেছে সুনামি ঢেউ
চূর্ণ করে বাধার প্রাচীর পিছিয়ে আসেনি কেউ।
হাজার হাজার সেনা-চক্ষু হারের ভ্রুকুটিময়
পালিয়ে যাবার রাস্তা রুদ্ধ ভয়ানক মৃত্যুভয়।


বাংলা ভাষা কত বলশালী কী বিপুল তার তেজ
সোনার বাংলার অভ্যুদয়ে জনতার শিরে ফেজ।
সবুজের বুকে দীপ্ত সূর্য সুপ্তি শেষে জাগরণ
বিষাদের ছায়া অন্তর্হিত থেমে গেল মহারণ।


মহারথী তুমি মুক্তিসূর্য মুজিবুর রহমান
চিরভাস্বর তোমার কীর্তি দেখি নির্মল অম্লান‌।
ধ্রুবতারাসম দিশাদর্শী স্থির অতীব উজ্জ্বল
বাড়াবে অনন্তকাল ধরে জনতার মনোবল।


© অজিত কুমার কর