পুরাতনের বিবর্ণ রূপ কে বা দেখতে চায়
তাইতো সবে চৈত্রশেষে তোমারই গান গায়।
তুমিই আনো কালবোশেখি কাঠফাটা রোদ্দুর
সকাল সন্ধে ভেসে আসে পিকের মিঠে সুর।


পল্লবিত নবীন পত্র অপুর্ব তার রূপ
প্রখর তাপে সারমেয়ের লাল ঝরে টুপটুপ।
হঠাৎ ঢাকে অন্ধকারে ওঠে প্রবল ঝড়
এক লহমায় লণ্ডভণ্ড ওড়ে চালের খড়।


ঝড়ের সাথে বৃষ্টি আসে জুড়ায় দেহতাপ
চোখে মুখে ফুটে ওঠে তৃপ্তিসুখের ছাপ।
ফুটিফাটা মাঠের মাটি শুকনো জলাশয়
এতদিনের কষ্ট জ্বালা ভুলবে সুনিশ্চয়।


তোমার কাছে এ প্রত্যাশা পোষণ করে মন
কবে ফুরায় পুরনো সাল ভাবনা অনুক্ষণ।
বছর শেষের অস্তরবি যেমনি দিল ডুব
নিশার শেষে শুভাগমন ওই তো রাঙা পুব।