*   বউ-চুরি উৎসব


ওদাবেরা সাহসী বেশ
করে ওরা দিনেও চুরি।
        শুনেছ কি
        ও' জানকী
কী চুরি কী চুরি করে?
বললে দেব বাহাদুরি।


নাইজারটা কোথায় জান?
আফ্রিকারই অস্ত-দিকে।
        চোখে ভাষা    
        ভালোবাসা
বউ-চুরিতে নেই অপরাধ
গেলেও খোঁজে অন্যটিকে।


সভ্য যারা তাঁরা কেমন
পরকিয়ায় লিপ্ত থাকে।
       দিনে রাতে
      প্রেমে মাতে
ডুবে ডুবে কুকাজ করে
কতনা মউ ও'মৌচাকে!


সুখের ঘরের চাবিকাঠি
তোলা থাকে কুলুঙ্গিতে।
        সুরক্ষিত
        গব্যঘৃত!
ওটায় যদি ইঁদুর লাগে
পরকিয়াই তখন জিতে।
---
##অজিত কুমার কর