বয়স বিবেচ্য কেন
অজিত কুমার কর


নাবালকের সংজ্ঞাটা কি, জানান আমায় জানেন যদি
নাবালক তো সরলমতি তাই জেনেছি অদ্যাবধি।
বালক যদি লিপ্ত থাকে বড়োর মতো ঘৃণা কাজে
যার উপরে চড়াও হলো তারই মতো আপন মা যে।


নাবালক, এই অজুহাতে ওরা তো ছাড় পেয়ে গেল
পাঠিয়ে দিলে কোনো হোমে শিক্ষাদিক্ষা সেথায় পেল।
সেদিন ছিল যে নাবালক সময় সে তো ঢের পেয়েছে
সত্যি কি সে বদলে গেছে, নাকি আরও বদ হয়েছে?


নারী নির্যাতনের ক্ষেত্রে দোহাই কেন বয়স নিয়ে
কঠোর সাজা প্রাপ্য তাঁরই, সাপ পোষ না দুগ্ধ দিয়ে।
জন্মস্থানের নের শুনানি এমন ক্ষেত্রে হোক তেমনি
প্রলম্বিত কেন হবে, ভাবা দরকার খুব এখনই।


রায় বেরোবার আগেই যদি দোষীর চির মুক্তি ঘটে
শাস্তি তখন রাখবে কোথা, শ্মশানে তাঁর সন্নিকটে?
মামলা কখন গুরুত্ব পায় যায় না তাহা আদৌ বোঝা
সত্যি কি তা খুবই কঠিন,  নাকি বেশি কাজের বোঝা?