অনুষ্ঠানের শুভারম্ভ
হপ্তাখানেক পরে
অনুশীলন চলছে রোজই
হোটেলে হলঘরে।


প্রথমদিন কৃষ্ণলীলা
জন্ম থেকে শুরু
সারাটা রাত ঝড় বষ্টি
মেঘের গুরুগুরু।


কারার দ্বার উন্মোচিত
শিশু পিতার শিরে
নদীর ঢেউ থমকে গেল
সর্প রাখে ঘিরে।


মা যশোদা পরম স্নেহে
তুলে নিলেন কোলে
শিশু তখন  হাস্যমুখে
নয়ন  দুটি খোলে।


সবার মনে হর্ষ কত
চতুর্দিকে আলো
ভগবানের আবির্ভাব
মুছিয়ে দিতে কালো।


দর্শকের হর্ষধ্বনি
সঙ্গে করতালি
কী অপূর্ব নৃত্যশৈলী
“মারকানা” নেই খালি।