*        বৃক্ষমাতা
     অজিত কুমার কর


    অশ্বত্থ বট পর্ণমোচি
   নয়ন মেলে পত্র কচি
       শীতের শেষে,
  শিশুর মতো কচিপাতা
    যত্ন করে বৃক্ষমাতা
         ভালোবেসে।


বেগুনি রং রয় না টিকে
দিনে দিনে হয় তা ফিকে
        যতই বাড়ে,
  দোলে দখিন সমীরণে
  দেখে হরষ জাগে মনে
        নজর কাড়ে।


  পথিক বসে তরুতলে
ক্লান্তি মুছে আবার চলে
         যাবে দূরে,
সকাল থেকে ব্যস্ত কাজে
রাখাল ছেলের বংশী বাজে
        মোহিল সুরে।


পাখ-পাখালি বাঁধে বাসা
এখানে পায় খাদ্য খাসা
       অগাধ মেলে,
  রংচঙে ফল থরে থরে
এতে ওদের উদর ভরে
      ঠুকরে খেলে।