বৃষ্টি এল তুমি এলে


আমি
অবাক হলাম তোমায় দেখে
চাইছিল এই মন
আষাঢ় মাসের পয়লা আজই
প্রথম বরিষণ।


তুমি
কেমন করে বুঝলে বলো
হঠাৎ আবির্ভাব
আকাশে নেই কোথাও তারা
আলোকের অভাব।


সত্যি
তোমায় পেয়ে ভীষণ খুশি
বুকভরে নাও শ্বাস
সোঁদা মাটির গন্ধেভরা
দক্ষিণা বাতাস।


দেখো
জোনাকিরা দিচ্ছে আলো
ঝিল্লি শোনায় গান
চাইলে এখন ভিজতে পারি
জুড়াক দুটি প্রাণ।


কোনো কথা বলছ না যে
কীবা অভিপ্রায়
চন্দ্রমা আজ লজ্জা পেয়ে
মেঘে মুখ লুকায়।


##অজিত কুমার কর