একলা ভিজি ও' আসে না তোর সাথে কি আড়ি
মিটিয়ে নে-না ঝগড়া বিবাদ প্রিয়ম তাড়াতাড়ি।
হয়নি কিছুই এলার্জি ওর শুধু বৃষ্টি জলে
দু'এক ফোঁটা পড়লে গায়ে চিনির মতো গ'লে।


ভিজবে কেন এইতো হাতে বিশাল কচুপাতা
প্রিয়ার গায়ে পড়বে না জল এটা দারুণ ছাতা।
ওদিকে দেখ ওইতো প্রিয়া হাসছে মিটিমিটি
খবর আমি পাঠিয়েছিলাম পেয়েছে ঠিক চিঠি।


দাঁড়িয়ে কেন আয় এদিকে এবার দুজন হাঁটি
আমার ওপর ভরসা রাখিস যা বলি সব খাঁটি।
বৃষ্টি জলে ভিজতে আমার দারুণ ভালো লাগে
সর্দি কাশি যেটুক থাকে নিমেষে দূর ভাগে।


মরাল কেমন ভেসে আছে মরালী তার পিছে
ওরা কেমন গুগলি তোলে ডুবে জলের নীচে।
ছাতাটা তুই ধর এবারে খেজুর গাছে উঠি
আকাশ কেমন ফর্সা এখন বাদল গেছে টুটি।


ডুবে যাবার ভয় আছে কি চলনা নামি ঝিলে
কাটবো সাঁতার ওদের মতো আমরা দুজন মিলে।