বৃষ্টিভেজার আনন্দ
অজিত কুমার কর


আকাশে জমেছে মেঘ গুমোট গরম যে কোনো মুহূর্তে
বৃষ্টি হবে শুরু,
অকম্পিত বৃক্ষরাজি উত্তাপে মলিন যত ডালপালা
শব্দ গুরু গুরু।


গ্রীষ্ম অবসানে আসে জলভরা কালো পুঞ্জ পুঞ্জ মেঘ
এই বঙ্গদেশে,
স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্রান্ত পশুপাখি, ম্লান-গাছপালা
শান্তি অবশেষে।


কী নেই আষাঢ় মাসে জামরুল-আম-জাম-আনারস
রসেভরা সব,
কামিনী-রজনীগন্ধা জুঁই-চাঁপা-কেয়া হাস্নুহানা-বেল
ছড়ায় সৌরভ।


ময়ূর পেখম তোলে যেই জমে মেঘ আকাশের বুকে
কী আনন্দ তাঁর!
আমি তো সৌভাগ্যবান দেখেছি কয়েকবার অনুপম
নৃত্যের বাহার।


ভেজার আনন্দ কত যে ভেজেনি একদিনও বনপথে
প্রেয়সির সাথে,
বুঝবে কেমন করে কেমন স্বর্গীয় অনুভূতি মেলে
হাত রেখে হাতে।


© অজিত কুমার কর