বৃথা অন্বেষণ
অজিত কুমার কর


কীসের খোঁজে কোথায় যাবে
আমায় দিয়ে ফাঁকি,
বিচিত্র এই জগৎ বন্ধু
বুঝতে অনেক বাকি।


ভাবছ গিয়ে থাকবে বনে
বিপদ পদে পদে,
নাকি তুমি নাও ভাসাবে
নীল সাগরে, হ্রদে?


জলে কুমির অরণ্যে বাঘ
তোমায় গিলে খাবে,
এবার বলো এ গাঁও ছেড়ে
কোথায় তুমি যাবে?


মানুষ নামক এই প্রাণীটি
লোকালয়েই থাকে,
যেখানেই যাও আশেপাশে
দেখতে পাবে তাকে।


এটাই বাসের যোগ্য হবে
চেষ্টা করো নিজে,
অপার শক্তি নিহিত রয়
একটি ক্ষুদ্র বীজে।


© অজিত কুমার কর