হিংসায় উন্মত্ত পৃথ্বী কেড়েছে জীবন
কিছুটা খাবার শুধু করেছিল চুরি
মানসিক প্রতিবন্ধী, পথে ঘোরাঘুরি
ক্ষুধার বিষম জ্বালা মানে না যে মন।
এক খণ্ড রুটি পেয়ে সানন্দে ভোজন
অমানুষ দোকানির চলে জারিজুরি
‘পালাবার পথ নাই ওরে বাছাধন
মেটাবো পেটের জ্বালা যাবি যমপুরী।’


আচ্ছে দিনের নমুনা মৃত্যু অনাহার
কথার ফোয়ারা শুধু সুরাহা  কোথায়
আদিবাসী যুবকের না আছে আধার
প্রাথমিক প্রয়োজন কে মেটাবে তাঁর ?
কী করে রেহাই পায় রাঘব বোয়াল
প্রশাসন নির্বিকার ছিঁড়ে যায় জাল।


(কেরালার ঘটনা)