বুভুক্ষু
অজিত কুমার কর


ভোজ সমাপন উদ্বৃত্ত খাবার
নীরব প্রাঙ্গণ শূন্য কোলাহল
নিরন্ন ভিক্ষুক অবরুদ্ধ দ্বার
স্তূপীকৃত খাদ্য উদরে অনল।


নিমন্ত্রিত যারা কেউ কি গরীব
ধনী অভিজাত অঢেল সম্পদ
সভ্য সমাজের চেতনা নির্জীব
অন্তরে কালিমা শুভ্র পরিচ্ছদ।


ফেলে দেবে তবু দেবে না ওদের
চরম দুর্ভাগ্য, বেহুঁশ মানুষ
যার যত আছে চায় আরো ঢের
অর্থের পাহাড় হবে হিন্দুকুশ।


দুর্ভিক্ষ প্রাচুর্য, চরম বৈষম্য
সারা বিশ্বজুড়ে দৈন্য হাহাকার
কারো চালাঘর, মিনার সুরম্য
বলো, হবে কবে এর প্রতিকার?