ধুপধাপ তাল পড়ে গড়াগড়ি মাটিতে
    পড়ে রয় গরু খায় ভনভন মাছিতে।
            পথ চলে লোকজন
              দ্রুতপদে হনহন
ফিরেও দেখে না কেউ যাইতে বা আসিতে
   তালগুলো শুধু দেখে দমফাটা হাসিতে।


   মনে মনে ভাবে তাল কেন এত অনাদর
ওরা কি জানে না কেউ বাজারেতে আছে দর?
             তালক্ষীর খুব মিঠে
              নানাবিধ হয়ে পিঠে
খেলে পরে আরো চাই সইবে না আর তর
  হুড়োহুড়ি পড়ে যাবে দিনভর রাতভর।