বুলবুল


চুলবুল বুলবুল
ভেসে গেল দুই কূল
সাগরে তো ছিলি বেশ
কেন রাগ কার ভুল।


ঝিরঝির ঝিরঝির
ঝরে কার আঁখি নীর
এত দুঃখ কেন তাঁর
শুনসান নদীতীর।


ঝনঝন  ঝনঝন
খাই খাই করে মন
মুড়ি তেলেভাজা খাই
থামে না তো তোর রণ।


কড়কড়ে ধড়ফড়
ডাল ভাঙে মড়মড়
উড়ে গেল চলাটাই
কোথা পাব এত খড়।


#অজিত কুমার কর