অন্ধকারে একলা ঘরে কাটছে আমার রাত
মল বাজে কার রুমুর ঝুমুর, কপালে দেয় হাত।
আঁধার মানে নির্জনতা শুধুই অনুভব
কেমন যেন আড়ষ্টতা আমার পরাভব।


পা-পা করে এগিয়ে যাই জ্বর আছে বেশ গা'য়
চাঁপা ফুলের সুবাস পেলাম শীতের হিমেল বায়।
ক্ষণেক পরে দুইই‌ উধাও কোথাও কিছু নাই
মা-ই বোধ হয় এসেছিল তেমন আভাস পাই।


চাঁপা ছিল মায়ের প্রিয় রক্ত গোলাপ জুঁই
এখন খুব ইচ্ছে করে মায়ের কোলে শুই।
কাছে এসেও দেয় না ধরা কোথায় নিরুদ্দেশ
মা বিহনে এখন আমার দুর্দশা অশেষ।


কে বা দেবে হাওয়া আমায় তৃষায় একটু জল
শরীর আমার বড়ই কাহিল পা দুটি টলমল।
বিছানাতে আবার ফিরি অবশ তনু মন
আমায় কেন এড়িয়ে চলে জননী এখন।