যখন আমি ফার্স্টইয়ারে পড়ি
স্কুলের গণ্ডি পার হওনি তুমি
ছাত্র পড়াই লোকের বাড়ি থেকে
দীনদরিদ্র জীর্ণ বাসভূমি।


যাদের পড়াই তাদের কাছে শুনে
ডাক পড়ল তোমার নিকেতনে
অন্তরঙ্গ হলাম আমরা দুজন
করলে গ্রহণ আমায় হৃষ্ট মনে।


অবলীলায় উতরে গেলে সিঁড়ি
জানি সে তো তোমার নিজ গুণে
শুধুমাত্র ভরসাদাতা আমি
শিখলে সবই আমার কথা শুনে।


শীত ফুরোল বসন্ত আজ দ্বারে
মরশুমি ফুল রূপের ডালি মেলে
মনকাননে কোকিল কুহু ডাকে
দেখছি চেয়ে সমস্ত কাজ ফেলে।


কার ললাটে কী যে লেখা থাকে
কেউ কোনওদিন আভাস নাহি পায়
নদী হারায় অকালে তার গতি
আমরা তখন সত্যি নিরুপায়।


ঘটবে এমন আঁচ পাইনি কভু
পড়ল ঝরে প্রথম প্রেমের ফুল
ভগ্ন হদয় সামনে মরীচিকা
পরিস্থিতি নয় যে অনুকূল।