ব্যর্থ শিক্ষক
অজিত কুমার কর


যথাযথ জ্ঞানের প্রয়োগ
যাদের মধ্যে নেই,
প্রজ্ঞাহীনের দলে তাঁরা
পায় না খুঁজে খেই।


কোথা থেকে করবে শুরু
করবে কোথায় শেষ,
সেটুকুও নেইকো জানা
হলেও জ্ঞানী বেশ।


আমড়া কাঠের ঢেঁকি দিয়ে
যায় না ভানা ধান,
একটু আঘাত পেলেই হবে
নিমেষে খান-খান।


কাঠি দিয়ে যায় না কাটা
কাচের ওপর দাগ,
বাঘের মতো দেখতে তবু
বিড়াল তো নয় বাঘ।


শুষ্ক বীজে গজায় চারা
শুকনো কাঠে নয়,
প্রজ্ঞা যদি না থাকে তো
শিক্ষাদানে ভয়।


© অজিত কুমার কর