.           ব্যর্থতাই সাফল্যের সোপান


মার্কসীটটা হাতে পেয়েই দেখছি চোখে সরষেফুল
একই ক্লাসে রইতে হবে গুনতে হবে ঢের মাশুল।
              চোখ রাঙানি বাবার ধমক
               যেন আমি শরবেঁধা বক
মায়ের কাছে ক’রব গিয়ে নিজের যত ভুল কবুল।


সারাবছর পড়ায় ফাঁকি তাইতো এমন করুণ ফল
এবার আমি ঠিক করেছি মুছবো তোমার চোখের জল।
             নিয়ম করে পড়বো রোজই
              ওষুধ এমন কড়া ডোজই
ভুলের ফাঁদে পা দেবো না করবো সবার মুখ উজল।


পড়ছি দিনে, পরছি রাতে পুড়ছে রোজই প্রচুর তেল
আমাকে পাশ করতে হবেই যেন না হই আবার ফেল।
              রাত্রিতে রোজ পরীক্ষা দিই
            কোথায় কী ভুল ঠিক করে নিই
আমার ওপর তীক্ষ্ণ নজর মায়ের আশা মিরাক্কেল!


  বছরশেষে মিলল সুফল পেলাম আমি প্রথম স্থান
  সব বিষয়ে নয়ের ঘরে ছুঁড়ল না কেউ তীক্ষ্ণ বাণ।
             বাবা আমায় ডাকল কাছে
               মগজে ঢের বুদ্ধি আছে
মায়ের খুশি বাঁধনহারা ‘তুই যে আমার দেবীর দান’।