ব্যথার গলন


ব্যথার পাহাড় ঝরবে গলে
                পাবে যখন সূর্যতাপ
রাত্রিশেষে হবে প্রভাত
                 পুব আকাশে রঙের ছাপ।
      আমার চোখে সাগর দেখ
      নোনতা পানি একটু মেখ
কখন থেকে ডাকছি তোমায়
                 হাতে গরম কফির কাপ
                 যায়নি কানে এ সংলাপ!


ইচ্ছে করে দাওনি সাড়া
         কখন এলাম দেখলে সব
পাশবালিশে মুখ লুকিয়ে
          শুনছ পাখির কলরব।
দাঁড়াবার কী সময় আছে
     জল দেবে কে আজকে গাছে?
পান্তা-ইলিশ-বেগুনপোড়া    
             শুনেও তুমি আজ নীরব
               দুপুরে যে মহোৎসব!