আবহাওয়া ভালই ছিল
রিও ডি জেনিরোতে
মন্ট্রিয়েলে ঠান্ডা বেশ
কম টরোণ্টোতে।


প্রথম শো মন্ট্রিয়েলে
দ্বিতীয় টরোণ্টোয়
অংশ নেবেন ওটাওয়ায়
গুরুজি শেষ শো-য়।


প্রথম দিনের অনুষ্ঠান
মদহিষাসুর বধ
কী বিক্রম মহামায়ার
স্তব্ধ নদী নদ।


পাহাড় যেন উঠছে কেঁপে
অসুরের হুঙ্কারে
ক্ষণে ক্ষণে অন্য মূর্তি
রুখবে কে বা তাঁরে!


দেবতাদের আশীর্বাদে
দুর্গা বলীয়ান
নারীর হাতে মৃত্যু লেখা
বাঁচে দেবের মান।


প্রবল পরাক্রমী অসুর
পরাজিত শেষে
হাতের ত্রিশূল বিঁধল বুকে
পড়ল পায়ে এসে।