চাই সমাধান
অজিত কুমার কর


কত অনাথ রোজ পাতে হাত
মুখ ফিরিয়ে চলি,
ওরা নিষ্পাপ দীনতার ছাপ
ওরা কুসুম কলি।


হায় বিধাতা ওদের মাতা
পথের পাশে থাকে,
সে নিরুপায় ঘুরে বেড়ায়
লক্ষ্য নজর রাখে।


সর্বদা দুখ অসুখবিসুখ
অনাহারেই কাটে,
কলেবর ক্ষীণ অধর মলিন
লুটায় পথে ঘাটে।


ধরার মানুষ এতই বেহুঁশ
অন্ধ বোবা কালা,
স্বার্থপর মন বিলাস যাপন
যেন বিকল তালা!


বাঁচাতে প্রাণ চাই সমাধান
শীঘ্র, শীঘ্র অতি,
এ অধিকার আছে সবার
দেরি হলেই ক্ষতি।


© অজিত কুমার কর