চেয়ারের দোষ
অজিত কুমার কর


অর্থনীতির অ বুঝি না
বাজারদরে লাগছে ছ্যাঁকা,
আমার মতো ছাপোষাদের
বাজার গেলেই বদন ব্যাঁকা!


চাল কিনেছি, সবজি কিছু
পকেটে আর উনিশ টাকা,
তেল নিয়েছি একশো মিলি
তাতেই হলো পকেট ফাঁকা!


ফর্দটা যে অনেক বড়!
হলাম আমি দিশাহারা,
ক'টাকা বা আয় করে রোজ
দিনমজুরি করে যারা?


অর্থমন্ত্রী বাজেট করে
গলদঘর্ম আমজনতার,
যত অসার ভাষণ ঝাড়ে
এটাই শুধু দায়িত্ব তাঁর?


যে জন বসে ওই চেয়ারে
তাঁর গরিমা প্রকাশ করে,
মরছে কারা অনাহারে
পড়ে না আর তাঁর নজরে।


© অজিত কুমার কর