চল ফুল তুলি


গাঁয়ের ছেলে সাঁতার জানিস
ভয় কেন পাস নামতে জলে
পাতার ওপর মুক্তাদানা
যেন হাজার মাণিক জ্বলে।


না-বলিস না চলনা রে যাই
তুলবো শালুক দুজনে মিলে
শালুক তো নয় পদ্ম যেন
ফুটে আছে গাঁয়ের ঝিলে।


জলের ওপর কেবল পাতা
রংয়ের ছটায় আকাশ রাঙা
গোলাপি রং আমার প্রিয়
উদাসী মন ভুবনডাঙা।


এক-গলা জল এদিকে আয়
ধরে এগুলো তুলছি আমি
গাঁথবো মালা পরিয়ে দেবো
তুই চন্ডীদাস আমি রামী।


@অজিত কুমার কর