চাঁদ যেন পোড়া রুটি
অজিত কুমার কর


আস্তাকুঁড়ে খুঁজে বেড়ায় বাসি রুটি শুকনো ভাত
চোখ থেকেও অন্ধ পুরোই মুখ ফেরাবে তৎক্ষণাৎ।
অন্নবস্ত্র ঘরও নাই
হামেশা তা দেখতে পাই
ক'জনা দিই বাঁচার রসদ ওরা এসে পাতলে হাত?


কে বলেছে এই পৃথিবী খুব সুন্দর পদ্যময়?
ধনীদের তা হতেই পারে দীনের কাছে মোটেও নয়।
ওরা বড়ই অসহায়
পথে পথে ভিক্ষা চায়
কংকালসার শীর্ণ দেহ ধুঁকে ধুঁকে জীবন লয়।


যারা যখন ক্ষমতাসীন তাঁরাই করে অস্বীকার
বুভুক্ষাতে কেউ মরেনি সবাই আছে চমৎকার!
শুনে মৃত ঘোড়াও হাসে
তাতে ওদের কী যায় আসে
উন্নয়নের তুবড়ি ওড়ায় মানে না মানবে না হার।


কেউ জানি না জীবদ্দশায় হবে কি এর সমাধান?
আশা নিয়েই কাটাচ্ছি দিন খোলা আছে চক্ষু কান।
এতদিনেও নেই সুরাহা
চাটুকাররা বলে আহা!
সুবিধা পায় বলেই ওরা গাইতে থাকে গুণগান।


© অজিত কুমার কর