চাঁদনি রাত


পাতার সাথে চাঁদের চলে অবাধ কোলাকুলি
একলা তুমি কে রমণী শিল্পী বোলায় তুলি।
দৃষ্টি তোমার কোনদিকে তা কেবল তুমিই জানো
সুনয়নীর চোখকে ফাঁকি, বুঝল সে তাকানো।


হৃদয় তোমার উথালপাতাল কখন আসে প্রিয়
এখন যদি ও' এসে যায়, হবেই স্মরণীয়।
আকাঙ্ক্ষা কি পূর্ণ হবে ভাবছ যখন তুমি
'সবুর কর বিরহিনী', জানাল মৌসুমী।


সদ্যস্নাতা, তোমার খোঁপায় সুগন্ধি জুঁই-মালা
খোলা আছে জানি মনের সমস্ত জানালা।
অঙ্গে তোমার পাচ্ছে শোভা আকাশি-নীল শাড়ি
কে দাঁড়াল তোমার পিছে দীর্ঘ নিশ্বাস ছাড়ি?


কেউ আসেনি ওটাও বাতাস তুমি তো আনমনে
শশীর পাশে বংশীবদন একান্তে নির্জনে।
ডুবে আছ কোন সাগরে এবার সখী ওঠো
জ্যোৎস্নারাতে এখন তুমি শিউলি হয়ে ফোটো।


##অজিত কুমার কর