বন্য প্রাণীর নিষেধাজ্ঞা নাই
সহজে সে ভিন দেশে যায় সযত্নে পায় ঠাঁই।


পাখিও যায়, যেখানে চায় মন
সাত সমুদ্রে জলচরের অবাধ বিচরণ।


আমার জন্য বাড়ায় না কেউ কোল
হোমোস্যাপিঅ্যান্সের বেলা যত গণ্ডগোল।


হত্যা ক’রে পূরে মনস্কাম
আগ্রাসী প্রজাতি বলে উঠবে খাতায় নাম।


মনুষ্যত্বের এই কি পরিচয় !
মানবতা, সহিষ্ণুতা, অন্তরালে রয়।


মান-হুঁশ-হারা এরা কি মানুষ?
এবার মানুষ তারা হবে র’বে না যার হুঁশ!


রক্ত ঝরে, শুষে ভূমণ্ডল
তদন্তও যেমনতেমন, সাগরে যায় জল।


মমত্ববোধ দেখছি না তো আর
কে বাঙালি, কে বিহারি, চলে বাছবিচার।