জন্ম থেকেই চরম অনাদর
ভারতব্যাপী একই চিত্র বিষাক্ত অন্তর।


কন্যা মানেই নীচু শ্রেণির জীব
ওরা আগড়া, ধান নয় কেউ, চিন্তা এমন ক্লীব!


গর্ভে এলেই ফেলে দীর্ঘশ্বাস
আলো বাতাস যাতে না পায়, অঙ্কুরে বিনাশ।


মানুষের কী এটাই পরিচয়!
পৃথিবী যে ধ্বংস হবে, নামবে বিপর্যয়।


কন্যাশিশুর পিছু ছোটে ফেউ
একটুখানি রসাস্বাদন সুযোগ ছাড়ে কেউ!


দণ্ডনীয় লিঙ্গ নির্ধারণ
তবুও তো চলছে দেদার অমান্য বারণ।


মাতৃগর্ভে জন্ম হয় সবার
জেনেও মানুষ কুকর্মটি করছে বারংবার।


আইন আছে, দলছে পায়ে রোজ
গোপন কক্ষে ছুরিতে শান, কে রাখে তার খোঁজ!