একটা কাঁথা গা’য় জড়ানো তবু বেজায় শীত
বাঘের মতো দিচ্ছে কামড় লোপ পাবে সংবিৎ।
শীতের পোশাক পাবো কোথা দু’বেলা নাই ভাত
মাঝে মাঝে অঢেল মেলে, মরশুমে দৈবাৎ।


ভোটের সময় এগিয়ে এলে নেতার আগমন
তখন ওদের হস্ত দরাজ, গৌরী সেন যেমন।
কেন যে ভোট হয় না দেশে ছ’মাসে একবার
দুঃখ ব্যথা লাঘব হ’তো, দিন চলে না যার।


দেশটা নাকি কালোয় ভরা, বাবুরা তাই কয়
টাকার আবার সাদা কালো, কেমন করে হয়!
রকেট-বেগে ছুটছে গাড়ি, বাড়ুক তেলের দাম
বোনটাকে তো গিলেই খেল, নিবাস স্বর্গধাম।


যার আছে তার অঢেল আছে দশ হাতে রোজগার
একশো টাকা মাইনে দিতে চরম বিষোদগার।
কাজের ফাঁকে ভাবছি বসে ফিরবে কবে হাল
জ্বলে পুড়ে ফুরিয়ে গেল আমার ইহকাল।