চরম দুঃসময়


হেঁটে হেঁটেই ফিরছে বাড়ি আর কি দূরে থাকে
সহায়টুকু ফুরিয়ে গেছে কবে
শিশুরা সব দোলায় কাঁধে ফেলবে নাকি ছা-কে
বাবা-মাকেই বোঝা বইতে হবে।


হাঁটছে ওরা বাঁদিক ধরে সবাই ধীরে ধীরে
অতটা পথ ব্যথিত অন্তরে
যান চলে না কী দুর্দশা বলবে ওরা কাকে
হতাশ ওরা ফিরবে কবে ঘরে?


জগৎজুড়ে করুণ ছবি দূরে কিংবা কাছে
ফিরবে নাকি পথেই যাবে রয়ে
পানীয় জল কিছু খাবার হয়তো কাছে আছে
চলছে হেঁটে কত কষ্ট সয়ে।


করোনা-ভয় মোটেও নেই ওদের কারও মনে
সকলে চায় ফিরতে নিজ গাঁয়ে
কেউ কি জানে কত পক্ষী নিশীথে রয় গাছে
পথের মাঝে কেউ পড়ে লুটায়ে।


@অজিত কুমার কর